★এসএসসি বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন ২০২৪
নিচ থেকে দেখে নাও
বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪
গদ্য
★সুভা,
★বই পড়া,
★পল্লী সাহিত্য,
★মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ★সাল্লাম,
★উপেক্ষিত শক্তির উদ্বোধন,
★শিক্ষা ও মনুষ্যত্ব,
★পহেলা বৈশাখ,
★একাত্তরের দিনগুলি।
পদ্য
★বঙ্গবাণী,
★জীবন সঙ্গীত,
★মানুষ,
★পল্লী জননী,
★তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
★আমার পরিচয়,
★স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো,
★সাহসী জননী।
এসএসসি বাংলা প্রথম পত্র সাজেশন ২০২২ গদ্য অংশ
*প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন?
*পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় কেন ব্যাখ্যা কর।
*উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিলেন?
*কেন সহজে গ্রাম ছেড়ে যেতে চাইলো না অপুর বাবা?
*মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
*লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয় ব্যাখ্যা কর।
*প্রফুল্ল গ্রন্থটির রচয়িতা কে?
*নাটকটিতে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলা হয় কেন?
*দেওয়ানা মদিনার কবি কে?
*পল্লীসাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার বলতে কি বুঝানো হয়েছে।
*মা খিদে পেয়েছে কে বলল
*দূর্গা পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করলো কেন?
*নিম গাছের কি ইচ্ছা করলো?
*নিমের হাওয়া ভাল থাক কেটো না বোঝানো হয়েছে।
*বিদ্যার সাধন কাকে অর্জন করতে হয়?
*মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে
না বলতে কি বুঝানো হয়েছে?
*নীতির চর্চা কোথায় করতে হয়?
*সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ব্যাখ্যা কর।
*কপোল শব্দের অর্থ কি?
*মাছ ধরার কাজে প্রতাপ এর কাছে সুভার মর্যাদা বেশি ছিল কেন?
*বনফুলের প্রকৃত নাম কি?
*পল্লী জননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত।
*জমিদারের কাছারির কর্তাকে?
*অভাগী কে পায়ের ধুলো দিতে গিয়ে
*রসিক কেঁদে ফেলে কেন?
*জীবস্বত্তার ঘরে শিক্ষা কি কাজ করে?
*রাজবন্দীর জবানবন্দী কি ধরনের রচনা?
*প্রতাপ এর জন্য পান সাজিয়ে আন্ত কে?
*মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
*যে জাতি জ্ঞানে বড় নয় সে জাতি মনেও বড় নয় অর্থ কি।
*প্রবন্ধ প্রধানত কয় শ্রেণীর?
*অন্যায় প্রবন্ধ বলতে কী বোঝো
*শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ ব্যাখ্যা কর।
*মমতাদির ঘরে একটি জিনিস ছিল সেটা কি?
*মমতাদিকে লেখক ছায়াময়ী মানবী বলেছেন কেন?
*দুর্গার বাবার নাম কি?
*কোন চিন্তা হতে মুক্ত হতে পারলে শিক্ষা মানব জীবনের সোনা ফলাবে?
এসএসসি বাংলা প্রথম পত্র সাজেশন ২০২৪ কবিতা অংশ
*বিমুখ প্রান্তরে অর্থ কি
*মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কী বোঝানো হয়েছে
*যত্রতত্র শব্দের অর্থ কি
*অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে কেন।
*কপোতাক্ষ নদ কবিতার মিল বিন্যাস কি
*কপোতাক্ষকের দুগ্ধস্রোতরূপি বলেছেন কেন
*সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন
*রাত নির্জন, পথে কত ভয় তবুও রানার ছোটে
*দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে- ব্যাখ্যা কর।
*কবি সিকান্দার আবু জাফর এর মতে
*মানুষ কিভাবে নিজের আয়ু কমায়
*আশা কবিতাই প্রতিবেশীর আধার ঘরে আলো জালানো বলতে কী বোঝানো হয়েছে
*পল্লীজননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
*চলে বুনোপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি
*দুঃছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি ব্যাখ্যা কর।
*সনেটের ষষ্টকে কি প্রকাশ পায়?
*জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে বলতে কী বোঝানো হয়েছে?
*মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত
*ঐ মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় ভুখারীর এরূপ মনোভাবের কারণ ব্যাখ্যা কর।
*মোল্লা মুসাফির কে কোথায় গিয়ে মরতে বলেছেন
*হায় রে ভজনালয় বলতে কবি কী বুঝিয়েছেন
*আর কি হে হবে দেখা এখানে কে কাকে প্রশ্ন করেছে
*বারি রূপ কর বলতে কবি কী বুঝিয়েছেন
*হিন্দুর অক্ষর কি
*আরবি ফারসি হিন্দে নাই দুই মত বলতে কি বুঝানো হয়েছে
*সংসার সমরাঙ্গনে কেন
*কবি কেন কালাপাহাড় কে আহবান জানিয়েছেন
*মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
*ফটিক জল অর্থ কি
*কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন
*বহু দেশেকবি কি দেখেছেন
*কোথা থেকে তুমি এলে এ জিজ্ঞাসা কেন?
Related tags : ssc bangla 1st paper suggestion 2024,ssc bangla 1st final suggestion 2024,ssc suggestions 2024
0 Comments